জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার ৮ জুলাই ছিল দুই বাঙালির জন্মদিন। একজন 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), অন্যজন ২৩ বছর এ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা জ্যোতি বসু (Jyoti Basu)। বেশি দিন নয়, মাত্র ১২ বছর হয়েছে, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই কয়েক বছরের মধ্যেই বাঙালি ভুলতে বসেছে তাঁদের 'জ্যোতিবাবু'কে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জ্যোতি বসুর (Jyoti Basu) ১০৯ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাল জি ২৪ ঘণ্টা। কেন মৃত্যুর মাত্র ১২ বছরেই বিস্মৃতির অতলে জ্য়োতি বসু? দেখুন জি ২৪ ঘণ্টার বিশেষ নিবেদন 'বিস্মৃত জ্যোতি'।