নিজস্ব প্রতিবেদন : Zee মিডিয়ার উদ্যোগে Arth, A Culture Fest চলতি বছরের তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। শনি, রবি দুদিন ধরে কলকাতায় আয়োজিত সংস্কৃতির শিকড়ের খোঁজে Arth-এর আজ অন্তিম দিন। এদিন Arth, A Culture Fest-এ Zee ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলাপচারিতায় ভারতীয়ত্ব, বহুত্ববাদ, বাংলার সংস্কৃতি সহ একাধিক প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন Smriti Irani।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পারিবারিক সূত্রে Smriti Irani এমন এক পরিবারের সন্তান যা ভারতের জাতি-ধর্ম-ভাষা সমন্বয়ের বার্তাকেই তুলে ধরে। তাঁর মা বাঙালি। বাবা মহারাষ্ট্রের। বৈবাহিক সূত্রে তিনি আবার গুজরাটি পরিবারের বউমা। Smriti Irani-র কথায়, "ভারতীয়ত্ব মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভাষা-ধর্ম-সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে ভারতের Arth।  আমরা পয়লা বৈশাখ থেকে বিহু, সবই করেছি। সারা বছরই যেন উত্সবের পরিবার। আঞ্চলিক ও ভাষাগত বৈচিত্র্যপূর্ণ পরিবারের সন্তান আমি। এটা নিঃসন্দেহে  একটা আশীর্বাদ।" 


একান্ত আলাপচারিতায় Smriti Irani জানান, "আমি আমার মায়ের মতই দৃঢ় হতে চাই। আমাকে ১৭ বছর বয়সেই দিল্লি ছেড়ে মুম্বই গিয়ে আমার স্বপ্ন সত্যি করার জন্য সাহস জুগিয়েছিলেন আমার মা। আজকে আমিও একজন সন্তানের মা। আমার মা যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, সেটা আমিও অনুসরণ করার চেষ্টা করি।" এ তো গেল স্মৃতি ইরানির জীবনে তাঁর মায়ের ভূমিকার কথা। 'মা' প্রসঙ্গে কথা বলতে বলতেই এদিন স্মৃতি ইরানি ছুঁয়ে গেলেন রাজনীতির আঙিনায় 'মা' স্লোগানও। বিঁধলেন রাজ্যের শাসকদল তৃণমূলকে।


স্মৃতি ইরানির কথায়,"তৃণমূলের স্লোগান, মা-মাটি-মানুষ। অথচ এখানেই মায়ের কী অবস্থা? তা সবাই জানে। বিসর্জনের অর্ডার আনতে আদালতে ছুটতে হয়েছিল। রাজ্যের মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে।" বলেন, "নিউ ইন্ডিয়া গঠন করতে গেলে মহিলাদের উন্নয়ন প্রয়োজন। এটাই প্রধানমন্ত্রীর ভিশন। কিন্তু মহিলাদের জন্য কেন্দ্রের নেওয়া প্রকল্প এখানে রূপায়ণে বাধা দিচ্ছে রাজ্য সরকার।" 


পাশাপাশি, Arth-এক সংস্কৃতির খোঁজে, বাংলার সংস্কৃতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর সোজাসাপ্টা প্রশ্ন, "বাংলার সংস্কৃতি জানতে কি তৃণমূলের সদস্য় হতে হবে? বাংলার সংস্কৃতির কি মালিকানা নিয়ে রেখেছে তৃণমূল? বাংলায় না থাকলেই বহিরাগত? তাহলে তৃণমূল নেত্রীর কাছে সোনিয়া গান্ধী বহিরগত নয় কেন? উনি কি ঘরের মেয়ে?" সংস্কৃতি প্রশ্নেই স্মৃতি এদিন ছুঁয়ে গেলেন একুশের ভোটের অন্যতম ইস্যু 'বহিরাগত' নিয়ে তরজা...



আরও পড়ুন, "দেশের যুব সম্প্রদায়কে শিকড়ের খোঁজ দিতেই Arth, A Culture Fest"