ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে এখন আতঙ্কের আর এক নাম ব্লু হোয়েল গেম । অনলাইনে এই সুইসাইড গেম খেলার পরই নিজেকে শেষ করে দেওয়ার পর বেছে নিচ্ছে কিশোর কিশোরীরা। সারা বিশ্ব তথা দেশে ইতিমধ্যেই বহু কিশোর কিশোরী এই মারাত্মক খেলার শিকার হয়েছে। ব্লু হোয়েল গেমের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিল ইউনিসেফ। অভিভাবকদের জন্য রয়েছে কয়েকটি টিপস। জেনে নিন। আর সন্তানদের নিরাপদ রাখুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ব্লু হোয়েল চ্যালেঞ্জ সম্পর্কে নিজে ভালো করে পড়াশোনা করে নিয়ে সন্তানদের সঙ্গে বিষয়টি আলোচনা করুন।


২) সন্তানদের এই গেমের ক্ষতিকারক দিকগুলি বুঝিয়ে বলুন। সন্তান কী করছে না করছে, সেদিকে নজর দিন।


৩) সন্তান কোন কোন গেমের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেদিকে অবশ্যই নজর দিন। তারা কী কী করতে পছন্দ করছে, কোন সাইট দেখছে, সেগুলির দিকে নজর রাখুন।


৪) বাড়িতে সন্তানের ঘরে কম্পিউটার রাখবেন না। কম্পিউটার এমন জায়গায় রাখুন, যেখানে বাড়ির প্রত্যেকে যাতায়াত করেন।


৫) সন্তানের সঙ্গে একসঙ্গে অনলাইনে বিভিন্ন কাজ করুন, গেম খেলুন।


৬) সন্তানের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করুন। অযথা বকাবকি করবেন না।


৭) সন্তান কোন কোন যন্ত্র ব্যবহার করছে, সেগুলি খেয়াল করুন।


৮) সন্তানের কাছে আদর্শ হয়ে ওঠার চেষ্টা করুন।


৯) ইন্টারনেট সম্পর্কে সবসময় আপডেটেড থাকুন। অনলাইনে কী কী গেম বেশি চলছে, সেদিকে নজর দিন।


১০) সন্তানের সঙ্গে কথা বলে তার ব্যবহার কাছ থেকে বোঝার চেষ্টা করুন।


১১) যদি আপনি দেখেন যে, আপনার সন্তান ব্লু হোয়েল গেম খেলছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বাধা দিন। তবে অবশ্যই বুঝিয়ে। পুলিসকে জানান। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিন।