১১২ বছর বেঁচে থাকার কারণ, তিনি চেন স্মোকার!
ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমনটাই বলেন ডাক্তাররা। এমনটাই বলেন গবেষকরা। এমনটাই বলেন সবাই। কিন্তু এক ভদ্রমহিলা তো তাঁর বেঁচে থাকার কৃতিত্বই দিচ্ছেন ধূমপানকে!হ্যাঁ, চমকে উঠলেও, এটাই সত্যি। ভদ্রমহিলার নাম বাতুলি লামিছানে। তাঁর বয়স এখন মাত্র ১১২ বছর। দিব্যি বেঁচে আছেন শুধু নয়। রীতিমতো শক্তপোক্ত। সেই তিনি কীভাবে এত বছর বেঁচে আছেন, জিজ্ঞাসা করা হলে, এক মুখ ধোঁয়া ছেড়ে বলছেন, `সিগারেটের জন্য!`
ওয়েব ডেস্ক: ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমনটাই বলেন ডাক্তাররা। এমনটাই বলেন গবেষকরা। এমনটাই বলেন সবাই। কিন্তু এক ভদ্রমহিলা তো তাঁর বেঁচে থাকার কৃতিত্বই দিচ্ছেন ধূমপানকে!হ্যাঁ, চমকে উঠলেও, এটাই সত্যি। ভদ্রমহিলার নাম বাতুলি লামিছানে। তাঁর বয়স এখন মাত্র ১১২ বছর। দিব্যি বেঁচে আছেন শুধু নয়। রীতিমতো শক্তপোক্ত। সেই তিনি কীভাবে এত বছর বেঁচে আছেন, জিজ্ঞাসা করা হলে, এক মুখ ধোঁয়া ছেড়ে বলছেন, 'সিগারেটের জন্য!'
১৭ বছর বয়স থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন। এখনও রোজ ৩০ টি করে সিগারেট খান। নিজেই বলেন, 'আমি তো প্রথম দিন থেকেই চেন স্মোকার।' গত ৯৫ বছর ধরে তাহলে কত সিগারেট তিনি খেয়েছেন একবার অঙ্ক করে দেখতে পারেন। কত টাকা জ্বালিয়ে ধোঁয়া করে ফেলেছেন অবলীলায়, সেটাও হিসেব করে চমকে উঠতে পারেন। কিন্তু সে আপনি যতই চমকান, বাতুলি লামিছানের ওসবে কোনও হেলদোল নেই। তিনি স্রেফ পরের সিগারেটটা ঠোঁটে তুলবেন। আগুনটা জ্বালাবেন। আর মনের আনন্দে সুখটানটা দেবেন। সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই নীতিবাক্যে তাঁর ভারী বয়েই গেল!