নিজস্ব প্রতিবেদন: কাটা সবজির পাশেই বেখেয়ালে গায়ের সোনার গয়না খুলে রেখেছিলেন এক মহিলা। তার পর ভুলবসত কাটা সবজির আবর্জনার সঙ্গেই আস্তাকুঁড়ে গয়নাগুলিও ফেলে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই খেয়াল হয় ওই মহিলার। তবে ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গিয়েছে। কাটা সবজির আবর্জনার সঙ্গে ওই সোনার গয়নাও খেয়ে ফেলেছে একটি ষাঁড়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার শীর্ষ গ্রামে। কী করে এমন ভুল হল? ওই পরিবারের প্রবীণ সদস্য জনকরাজ জানান, তাঁর স্ত্রী ও পুত্রবধূ সবজি কাটতে বসে কোনও কারণে নিজেদের কিছু গয়না গা থেকে খুলে হাতের কাছে থাকা একটি পাত্রে রাখেন। কথা বলতে বলতে ওই গয়নার পাত্রের উপরেই কাটা সবজির আবর্জনা জমা করতে শুরু করেন দু’জনে। সবজি কাটা শেষ হতেই কাটা সবজির আবর্জনা ধরে আস্তাকুঁড়ে ফেলে দেন। ...ব্যস! তারপর বাকি কাজটা সেরেছে ওই ষাঁড়।


আরও পড়ুন: আহত হাতিকে নদী থেকে উদ্ধার করল গ্রামবাসীরা, ভাইরাল হল ভিডিয়ো


জনকরাজ জানান, প্রায় ৪০ গ্রাম সোনা খেয়ে নিয়েছে ষাঁড়টি। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা। পরিবারের সদস্যরা এখন ওই ষাঁড়টিকে চোখে চোখে রেখেছেন। বলা ভাল, পিছু নিয়েছেন। কারণ, ষাঁড়ের গোবর থেকে যদি তাঁদের খোয়া যাওয়া সোনা ফিরে পাওয়া যায়!