জার্মানিতে গুহা থেকে উদ্ধার ৪০ হাজার বছর পুরনো নরসিংহ অবতারের মূর্তি
`লায়ন ম্যান আইভরি স্থাপত্য`, জার্মানির মানুষ এই নামেই নামাঙ্কিত করছে ৪০ হাজার বছর পুরনো নরসিংহ অবতারের মূর্তির। বলা হচ্ছে, পৃথিবীতে আবিষ্কার হওয়া বিভিন্ন সময়ের সবথেকে প্রাচীন ভাস্কর্য্য গুলির মধ্যে এটি অন্যতম একটি।
ওয়েব ডেস্ক: 'লায়ন ম্যান আইভরি স্থাপত্য', জার্মানির মানুষ এই নামেই নামাঙ্কিত করছে ৪০ হাজার বছর পুরনো নরসিংহ অবতারের মূর্তির। বলা হচ্ছে, পৃথিবীতে আবিষ্কার হওয়া বিভিন্ন সময়ের সবথেকে প্রাচীন ভাস্কর্য্য গুলির মধ্যে এটি অন্যতম একটি।
মূর্তিটি অনেকটা বিষ্ণুর নরসিংহ অবতারের মত দেখতে। মুখটা সিংহের মত। ওই স্থাপত্যের উচ্চতা ২৯.৬ সেন্টিমিটার। দৈর্ঘ্য ৫.৬ সেন্টিমিটার। জার্মান প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন এই স্থাপত্য পাথরের ওপর খোদাই করে তৈরি করা হয়েছিল। জার্মানির প্রত্নতাত্ত্বিকরা এই স্থাপত্য নিয়ে আরও গবেষণা করছেন। এই স্থাপত্যের সঙ্গে জার্মানির মানুষের কোনও সংস্কৃতি জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করছেন তাঁরা।