নিজস্ব প্রতিবেদন: আজ ১২ই জানুয়ারী, স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী। ১৯৮৫ সাল থেকে প্ৰতি বছর এই দিনটি ‘জাতীয় যুব দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে। ভারতীয় যুবসমাজের অনুপ্রেরনায় স্বামী বিবেকানন্দের ভূমিকা সত্য়িই প্রশ্নাতীত। জেনে নিন যুবসমাজের চেহারা বদলাতে স্বামীজির কিছু বাণী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) স্বামীজি বলেছিলেন কখনও নিজেকে দুর্বল ভেবোনা। তোমাকে শক্ত ও সবল হতেই হবে। অনন্ত শক্তি তোমার ভিতরেই আছে।


২) আমাদের জীবনে যে শক্তির প্রয়োজন আমাদের মনই হল সেই শক্তি। মনের শক্তি সূর্যের কিরণের মত।যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।


৩) একটি সময় একটি কাজ কর এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্য়ে ব্য়য় করে দাও।


৪) যে যা বলে বলুক,আপনি অবিচল থাকুন নিজের সির্দ্ধান্তে।দুনিয়া তোমার পায়ের তলায় আসবে,ভাবনা নেই। অনেকে বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো, বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো।


৫) কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেয়ো না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেয়ো না। উঠে দাঁড়াও। কাজ কর।


অনুসরণ করুন স্বামীজির বাণী আর বদলে ফেলুন জীবন।