নিজস্ব প্রতিবেদন: অফিসে ভালো কাজ করার পাশাপাশি নিজের ঝলমলে উপস্থিতিও খুব দরকারি। তবেই নেক নজরে পড়া যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। বাড়তি দায়িত্বের সঙ্গে বছরের শেষে মেলে মোটা বেতনবৃদ্ধি। তাই মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সঠিক পোশাক পরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আলবের্টো টরেসির ডিরেক্টর ঈশান সচেদব, বম্বে শার্ট কোম্পানির প্রতিষ্ঠাতা অক্ষয় নর্ভেকর এবং র‌্যাপ স্টুডিওর প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ সায়গল তেমন কিছু দরকারি পরামর্শ দিলেন পুরুষদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ফাটা গোড়ালির সমস্যায় ভুগছেন? জানুন কীভাবে এর থেকে মুক্তি পাবেন


১) সোমবার সাদা শার্ট। তার সঙ্গে ক্যান্ডি ব্লু স্ট্রিপস চিনোস এবং ব্রাউন লেদার ফর্ম্যাল জুতো পরে যেতে পারেন।
২) মঙ্গলবারের ফর্ম্যাল পোশাকের সঙ্গে লেদার ব্রোগস এবং হ্যারিংবোন মাফলার আপনার লুককে আরও আধুনিক করে তুলবে।
৩) বুধবার সাদা ডবি শার্টের সঙ্গে ফর্ম্যাল ট্রাউজার এবং কালো ফর্ম্যাল জুতো আদর্শ।
৪) বৃহস্পতিবার নেভি ব্লু কিংবা বটল গ্রীন পপলিন শার্টের সঙ্গে ব্রাউন লেদার লোফার্স আর তার সঙ্গে জ্যাকেট কিংবা ব্লেজার আপনাকে রুচিপূর্ণ লুক দেবে।
৫) শুক্রবার গ্রাফিক পোলো টি-শার্ট, তার সঙ্গে ফাঙ্কি সাদা স্নিকার্স কাজের জায়গাতেও আপনাকে সকলের থেকে বেশি আকর্ষণীয় করে তুলবে।


টিপস মানতে প্রাথমিক কিছু খরচা আছে বটে। তবে বছর শেষে বেতনবৃদ্ধিতে তা পুষিয়ে যাবে বলেই আশা করা যায়।


আরও পড়ুন : বাতের সমস্যাতেও ব্যায়াম করে ওজন কমান এভাবে