মকর সংক্রান্তিতে এই কয়েকটি কাজ করলেই, ফিরবে পরিবারের সুখ সমৃদ্ধি
জেনে নিন এই দিনটিতে কী কী কাজ করলে ফিরবে পরিবারের সুখ সমৃদ্ধি...
মকর সংক্রান্তি পূন্য স্নানের দিন তা কে না জানে ,তাই কেউ গঙ্গায়, কেউ সমুদ্রে, কেউ বা নদীতে স্নান করে পূন্য অর্জন করেন। গঙ্গাসাগরও ভরে যায় পূন্য়ার্থীদের ভিড়ে। মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি 'ক্ষণ'। এই দিন সূর্য তার নিজের কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এ বার জেনে নিন এই দিনটিতে কী কী কাজ করলে ফিরবে পরিবারের সুখ সমৃদ্ধি...
১) মকর সংক্রান্তির দিনে ঘর-বাড়ি পরিষ্কার পরিছন্ন করে রাখুন।
২) মকর সংক্রান্তির দিনে সূর্যের পুজো করুন।
৩) এই দিনে গঙ্গায় স্নান করলে সমস্তরকম রোগ ব্যাধি দূর হয়।
৪) দান করুন দুস্থদের। তাতে বাড়িতে অন্নের অভাব হবে না।
৫) মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘরে আলপনা দিন।
৬) মিষ্টি-মুখ করুন তাতে সম্পর্ক মজবুত হয়।
মকর সংক্রান্তির দিন করে ফেলুন এই কয়েকটা কাজ,আর ফিরে পান পরিবারের সুখ সমৃদ্ধি।