ওয়েব ডেস্ক : বাজারে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক পাওয়া যায়। কমবেশি  আমরা প্রত্যেকেই সেই সফট ড্রিঙ্ক খাই। বা বলা ভালো পান করি। আবার অনেকেই বলতে শোনা যায় বেশি পরিমাণে সফট ডিঙ্কের ব্যবহার শরীরে শরকরা ও মেধ বাড়ায়। তবুও, গরমের মাঝে কোথাও শরীরকে একটু ঠাণ্ডা করতে মাঝে মধ্যেই খাওয়া হয়ে যায় এসব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু জানেন কী খাওয়া বাদ দিলেও, সফট ড্রিঙ্কের অন্য কাজও রয়েছে?


তারা যে এই ভূমিকাও পালন করতে পারে তা হয়তো আপনাদের জানা ছিল না। হ্যা, যে ভিডিওটা আপনি দেখছেন তা একেবারেই মিথ্যে নয়। সত্যিই ছোটো আগুনের ক্ষেত্রে তাকে তত্ক্ষণাত্ নেভাতে সাহায্য করে। শুধু তাই নয় মুহূর্তের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে পারে এক বোতল সফ্ট ড্রিঙ্ক।