ওয়েব ডেস্ক: সারাদিন অনেক  কাজ করলেন। বসের কথা শুনে মাথা নাড়লেন। খবর পড়লেন। এত কিছুর মাঝে একটু ছোট ট্রিকস বলে দিই। নিন মোবাইলে ক্যালকুলেটারটা অন করুন। এবার আপনার বয়স লিখুন। তারপর সেই বয়সের সংখ্যাটাকে ৭ দিন গুণ করুন। গুণ করার পর যে সংখ্যাটা এল সেটাকে ১৪৪৩ দিয়ে আবার গুণ করুন। দেখবেন যে সংখ্যাটা এল সেটা আপনার বয়সকে তিনবার লিখে দিচ্ছে।


উদাহরণ--
ধরা যাক আপনার বয়স ২৮। এবার ৭ দিয়ে গুণ করলে আসবে ১৯৬। ১৯৬-কে এবার ১৪৪৩ দিয়ে গুণ করুন। দেখুন এল ২৮২৮২৮। মানে আপনার বয়সকে তিনবার লিখে দিচ্ছে।