নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে সারা দেশজুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে আম জনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য মানুষের বাড়ি বাড়ি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বেশ কিছু এলাকার পুলিস প্রশাসন। এই পরিস্থিতিতে খাবার বা ওষুধপত্রের জন্যেও যাতে মানুষকে কোনও ভাবেই বাড়ি থেকে বাইরে না যেতে হয়, তার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ হেল্প লাইনও চালু করেছে প্রশাসন। আর সেই জরুরি পরিষেবার হেল্প লাইনে ফোন করে কি না সিঙ্গারা ‘অর্ডার’ করলেন যুবক!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অদ্ভুদ এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুরে। করোনা হেল্প লাইনে ফোন করে সিঙ্গারা খেতে চান যুবক। গোটা ব্যপারটাই নাকি নিছক রসিকতা করে করেছিলেন ওই যুবক। বিষয়টি বুঝতে পারে পুলিসও। কিন্তু এই সরিকতার ফলাফলও বেশ চমকপ্রদ!



আরও পড়ুন: শরীরে করোনাভাইরাস সক্রিয় হলে কোনও স্বাদ বা গন্ধই পান না আক্রান্তরা!


করোনা হেল্প লাইনে ফোন করে সিঙ্গারা ‘অর্ডার’ করা ওই যুবকের হাতে তাঁর কাঙ্খিত খাবার তুলে দিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে জরুরি পরিষেবার হেল্প লাইনে ফোন করে রসিকতা করার শাস্তি হিসাবে ওই যুবককে দিয়ে এলাকার নর্দমা পরিষ্কার করিয়েছে পুলিস। গোটা ঘটনাটি রামপুরের জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনেয়া কুমার সিং তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন।