ওয়েব ডেস্ক: অন লাইনে আপনি কী কী কেনেন? জামাকাপড়, স্মার্টফোন, ল্যাপটপ, জুয়েলারি, ঘড়ি, জুতো, কত কী। কিন্তু হলফ করে বলতে পারি এমন অদ্ভূত জিনিস আপনি কখনও অনলাইনে কেনার কথা ভাবেননি। শুধু আপনি কেন, কেউ কোনওদিন কিনেছে্ন কিনা সন্দেহ! ভাবছেন কী এমন জিনিস!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ব্যক্তি ঘুমের ওষুধ খেয়ে বসেছিলেন অনলাইনে শপিং করতে। হুঁশ ছিল না কী খুঁজছেন আর কী বা কিনছেন। তাই ঘুমের ঘোরে আস্ত একটা গোল্ডেন টিবেটিয়ান চমরী গাই অর্ডার করে দিয়েছিলেন। গাইটির দাম ছিল ১,৭৯,০৯১ টাকা। সঙ্গে ২৫,৮৬০ টাকা বাড়তি শিপিং চার্জ। তবে মোক্ষম সময়ে ভাগ্য সঙ্গ দিয়েছিল লোকটির। অঘটনটি ঘটানোর ঠইক আগের মুহূর্তে তিনি সম্বিত ফিরে পান এবং বাতিল করেন ওই শপিং। ঘুমের ঘোর মানুষ কী না করে!