ওয়েব ডেস্ক: আর দেরি না করে এখনই আরও সহজেই নিজের এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিন। উপায় বলে দিচ্ছে ২৪ ঘণ্টা ডট কম। ব্যাঙ্ক কিংবা ব্রাঞ্চ পর্যন্ত যেতে হবে না বাড়িতে বসেই এসবিআই ব্যাঙ্কিং ইন্টারনেট পোর্টাল থেকে নিজের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে নিন এইভাবে-  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


প্রথমে, লগ অন করুন এই ওয়েবসাইটে - www.onlinesbi.com
দ্বিতীয়, My Account থেকে 'Link your Aadhaar Number' অপশন সিলেক্ট করুন
তৃতীয়, সেখানে আপনার অ্যাকাউন্ট নম্বরের আবেদনটি ফিল করে সেখানে আধার নম্বর লিখুন 
চতুর্থ, এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্ক করা রয়েছে তার শেষ ২ ডিজিট স্ক্রিনে আসবে 
পাঁচ, আপনার আধার লিঙ্কের পক্রিয়া নিয়ে যাবতীয় তথ্য মেসেজ আকারে পৌঁছে যাবে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ওই মোবাইল নম্বরে 


আপনি যদি এই পদ্ধতি মেনে আধার লিঙ্ক না করাতে পারেন তাহলেও চিন্তা নেই। ATM চ্যানেল, মেসেজিং পদ্ধতিসহ এসবিআই ব্রাঞ্চে গিয়েও আপনি নিজের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন।