নিজস্ব প্রতিবেদন : ৪ ডিসেম্বর সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। পাত্র গুয়াহাটির বাসিন্দা ব্যবসায়ী অর্জুন দেব।  সূত্রের খবর সোমবার তাজ বেঙ্গল হোটেলে হতে চলেছে পাওলির বিয়ের অনুষ্ঠান। বিয়ের গোটা অনুষ্ঠান হবে বাঙালি মতেই। তবে বিয়ের আগে শনিবার পাত্রী পক্ষের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ মেহেন্দি অনুষ্ঠান। যেখানে হলুদ রঙের লেহেঙ্গায় হবু কনের বেশে ধরা দিয়েছেন পাওলি।  নিজের মেহেন্দি অনুষ্ঠানে নাচও করতে দেখা গেল অভিনেত্রীকে। পাওলির নাচের ছবি ধরা পড়েছে ক্যামেরায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শোনা যাচ্ছে, ৪ তারিখ, সোমবার বিয়ের পরিবারের অন্যান্য অত্মীয়স্বজনদের সঙ্গেই গুয়াহাটি যাবেন পাওলি। সেখানেই হওয়ার কথা রিসেপশন। বিয়ের পর কিছুদিন গুয়াহাটিতে কাটিয়ে কলকাতা ফেরার কথা অভিনেত্রীর। তবে বিয়ে করলেও অভিনয় কিন্তু ছাড়ছেন না পাওলি। বিয়ের পরও পুরোদমে করবেন কাজ। 



প্রসঙ্গত, শিলাদিত্য পত্রনবীশের মৃত্যুর পর দীর্ঘদিন একাই ছিলেন পাওলি। পরে অভিনেতা বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। সে সম্পর্ক ভাঙার পর অর্জুন দেবের সঙ্গে প্রেম। অর্জুনের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে থাকার পরই তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন পাওলি। অভিনেত্রী পাওলি দামের নতুন দাম্পত্য জীবনের জন্য ২৪ ঘণ্টার তরফে রইল অনেক শুভেচ্ছা।


আরও পড়ুন- অপেক্ষা শেষ, আগামী সপ্তাহেই নন্দনে দেখানো হবে 'সহজ পাঠের গপ্পো'