ওয়েব ডেস্ক: শিল্প। সৃষ্টির এক অনন্য রূপই হল শিল্প। ধ্বংস থেকেই আসে সৃষ্টি। যুদ্ধ বিরতির ডাক, শিল্পে আসে মানবিকতার ছোঁয়া। মানুষ নিজেই শিল্প গড়ে, আবার নিজেই তা ভাঙে। প্রতিবছরই দেবী দুর্গা গড়ে কুমোর আর প্রতিবারই তা বিসর্জিত হয়। তা বলে কি শিল্প থেমে গিয়েছে? না। বরং বিবর্তন হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অজন্তা ইলোরার গুহাচিত্র থেকে বর্তমান বিংশ শতক "শিল্প বিনে পৃথিবী বাঁচে না"। লিওনার্দো দ্য ভিঞ্চি নেই, তবু অমর 'মোনালিসা'। যীশুর 'লাস্ট সাপার' ভিঞ্চি কোডেই আটকে। পিকাসো থেকে ডালি এক এক রূপে রূপ দিয়েছেন নিজের শিল্পত্বের। সনাতনের সনাতনী ভাবনায় তো গোটা জগৎ মোহিত। বডি পেইন্টে 'টাইগার রিজার্ভ' কল্প ভাবনায় সবার মন কেড়েছেন সনাতন। 


এ এক আজব শিল্প। শরীরেই আঁকি বুকিতে জীবের ওপর জীবন্ত হয় জীবন। দেখুন তার নিদর্শন-