ওয়েব ডেস্ক : আজ প্রেমের দিন। প্রেমের উত্সব। প্রেমের উদযাপন। ফুল, কার্ড, চকোলেট, উপহারে মনের মানুষকে ভরিয়ে দেওয়ার দিন। এদিকে এই প্রেমের দিন নিয়েই রয়েছে বেশকিছু মজার তথ্য। বেশকিছু অজানা তথ্য। চলুন জেনে নেওয়া যাক, সেগুলি কী কী-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) খাতায় কলমে কাজের দিন। কিন্তু বাস্তবে ভ্যালেন্টাইন ডে-তেই বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ছুটি কাটান।


২) মার্কিন মুলুকে প্রায় ৯০ লক্ষ মানুষ তাদের পোষ্যের জন্য ভ্যালেন্টাইন উপহার কেনেন।   


৩) ফ্লাইং রবিন- ভ্যালেন্টাইন ডে-তে উড়ন্ত রবিন পাখিকে দেখলে সেই মহিলার নাকি নাবিকের সঙ্গে বিয়ে হবে! চড়াই পাখি দেখলে নাকি বর হবে গরীব, কিন্তু সে সুখী দাম্পত্যদীবন কাটাবে। আর গোল্ডফিঞ্চ দেখলে নাকি কোটিপতির সঙ্গে বিয়ে হবে!


৪) ট্রু লাভ নট- এন্ডলেস নট অফ লাভ বা ট্রু লাভ নট ব্রিটিশ ও মার্কিন মুলুকে সপ্তদশ শতাব্দীতে খুবই জনপ্রিয় হয়। নামেই বোঝা যাচ্ছে যুগলের লেখা এমন কিছু লাইন, যা আপনি যেদিক থেকেই পড়ুন তার মানে দাঁড়াবে।


৫) তিন ভ্যালেন্টাইন সন্তের গল্প। ইতিহাস বলে ভ্যালেন্টাইন সন্তের সংখ্যা আট। তবে এই ভ্যালেন্টাইন ডে পালনের নেপথ্যে মূলত রয়েছে একজন সাধু, একজন বিশপ ও একজন শহীদের গল্প।


৬) হার্টশেপ, ঘুঘু ও কিউপিড-কে ধরা হয় ভ্যালেন্টাইন প্রতীক হিসেবে।


৭) ষোড়শ শতকে প্রথম তৈরি হয় হাতে বানানো ভ্যালেন্টাইন কার্ড।


৮) মাউন্ট হলইওকে কলেজের ছাত্রী এস্টার হাউল্যান্ড প্রথম ভ্যালেন্টাইন গিফ্ট বানান। লেস, রিবন ও ফটো দিয়ে। তাঁকে মাদার অফ ভ্যালেন্টাইন-ও বলা হয়।