ওয়েব ডেস্ক: আই ফোন, আই প্যাড, আই পডের পর অ্যাপেলের 'আই' সিরিজে নবতম সংযোজন হতে চলেছে আই ওয়াচ। অ্যাপেল সূত্রের খবর চলতি বছরের ৯ সেপ্টেম্বর আই ফোন ৬ এর সঙ্গেই বাজারে আসতে চলেছে বহু প্রতীক্ষিত স্মার্ট ঘড়ি আই ওয়াচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়া আই ফোনের মত আই ওয়াচেও সম্ভবত থাকবে অ্যাপেলের নতুন HealthKit এবং HomeKit। এই অ্যাপসগুলি  ফিট থাকার গুপ্ত মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই বাতলাবে এমনকি আপনার বাড়ির টোস্টারের ফ্যাংশনের সৎব্যবহার করা উপায়।


অবশ্য পরিধেয় স্মার্ট গেজেটের তালিকায় অ্যাপেলকে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে স্যামসং, গুগলের মত কোম্পানি গুলি। এই বহুজাতিক সংস্থা গুলি ইতিমধ্যেই স্মার্ট ঘড়ি ,স্মার্ট চশমাও বাজারে নিয়ে চলে এসেছে।


ইতিহাস বলছে পরে এসেও বাজার বাজিমাত করার বেশ কিছু ইতিহাস অ্যাপেলের 'আই' সিরিজের বিবিধ গেজেটের রয়েছে। দেখা যাক আই ওয়াচ সেই ইতিহাসের পথেই আর এক বার হাঁটে কিনা।