ওয়েব ডেস্ক: সম্পর্ক। সম্পর্ক মানে সারাজীবনের প্রতিশ্রুতি। সম্পর্ক মানে একে অন্যের ভালোবাসায় হারিয়ে যাওয়া। সম্পর্ক তখনই তৈরি হয়, যখন একজন অন্যজনের ওপর ভরসা, বিশ্বাস, নির্ভর করা। তবু সম্পর্কে ভাঙন আসে। যা কারও কাম্য নয়। কিন্তু ভীতটা যদি মজবুত না হয়, তাহলে সম্পর্ক টেকে না। তাই নড়বড়ে ভীত নয়, সম্পর্কে মজবুত, শক্তপোক্ত ভীত তৈরি করতে সম্পর্কের আগেই সঙ্গীকে এই প্রশ্নগুলো করে নিন। তাহলেই দেখবেন সম্পর্কের পর আর অযথা মনমালিন্য তৈরি হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) তুমি আমাকে কেন ভালোবাসো?


২) তুমি কি আপস করে চলতে পারো?


৩) সম্পর্কের জন্য কি তুমি তোমার লক্ষ্যের সঙ্গে মানিয়ে নিতে পারবে?


৪) তোমার সঙ্গে তোমার পরিবারের সম্পর্কটা ঠিক কেমন?


৫) তুমি তোমার সারা জীবন কেন আমার সঙ্গে কাটাতে চাও?


৬) সারা জীবন কি তোমার মধ্যে রোম্যান্স বেঁচে থাকবে?


৭) অভিভাবক হিসেবে তুমি কেমন?


৮) তুমি কি আমার কাছ থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিতে পারো?


৯) প্রতিশ্রুতি দিয়ে তুমি কতটা প্রতিশ্রুতি রাখতে পারো?


১০) এই সম্পর্কটা তুমি কতদিন টিকিয়ে রাখতে চাও?