জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের প্রভাব অপরিসীম। শনির প্রভাবে সাধারণত শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। পারিবারিক পরিস্থিতিতে জটিলতা, গুরুজনদের স্বাস্থ্য সঙ্কট-সহ নানা রকম সমস্যা হতে পারে শনির প্রভাবে। শনি হল মহা তান্ত্রিক ও যোগী গ্রহ। এই গ্রহ মানুষকে অধর্মের পথ থেকে সরিয়ে ধর্মের পথে নিয়ে আসে। শনি তুঙ্গস্থ তুলা রাশিতে এবং নিচস্থ মেষ রাশিতে। রাশিচক্রে শনির ঘর হল মকর ও কুম্ভ। নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে। সীসা ধারণ করলেও শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সময়টা খারাপ যাচ্ছে? সব কাজই বাধা পড়ছে? বাড়িতে নুন থাকতে চিন্তা কীসের!


জ্যোতিষশাস্ত্র মতে, প্রতি শনিবার কিছু নিয়ম মেনে চললে শনিদেব প্রসন্ন হন। জেনে নিন শনিদেবকে প্রসন্ন করতে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি—


• শনিবার সারাটা দিন পালন করুন শনিব্রত। আর বিকেলের পরে শনিদেবের পুজো করুন। উপকার পাবেন।


• শনিবার কোনও দীন-দরিদ্রকে দেখলে তাঁকে ভিক্ষা দান করুন। দরিদ্র সেবায় সামর্থ মতো দান করুন। এতে শনিদেবের কৃপালাভ হয়।


• শনিবার নিরামিষ খান।


• কালো যে কোনও শনিবার থেকে শুরু করে তিল দিয়ে ৪৪ দিন স্নান করুন।


এ ছাড়াও সাড়ে সাতি দশার প্রভাব লঘু করতে প্রণাম মন্ত্র জপ করতে পারেন...


প্রণাম মন্ত্র:-


নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূত মহাগ্রহম।


ছায়ায়া গর্ভসম্ভুতঃ বন্দে ভক্ত্যা শনৈশ্চয়ম।।