জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ মাস শেষ হলেও, কেমন যাবে মীন রাশির ২০২৪ সাল, ভালো নাকি খারাপ? জেনে নিন,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মীন রাশির বছর শুরু হবে প্রতিকুল ভাবেই। কাজ কর্মে অগ্রগতি তেমন মিলবে না। একদিকে শনির সাড়ে সাতি অন্য দিকে রাহুর গ্রহন দশা মীনকে চরম সংঘর্ষ দেওয়ার চেষ্টা চলবে।
মিথুনের শারীরিক অবস্থা :- সারা বছরই  শারীরিক সমস্যা অসুখের চাপ বেশি অনুভব করতে পারেন। নিজের শরীরের বিশেষ খেয়াল রাখুন বাকি বছর।
ক্যারিয়ার:- মীনের ক্যারিয়ার ভাগ্য এ বছর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ক্যরিয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন।
লেখাপড়া:- লেখাপড়া ভাগ্য ভালো হবে না। শত চেষ্টা করেও ভালো ফলাফল লাভ করা কঠিন হবে।
দাম্পত্য:- স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালো যাবে না।অনেকের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে চলতি বছরে।


আরও পড়ুন: Children Line In Palmistry: সন্তান ক'টি, ছেলে না মেয়ে? জানতে পারবেন নিজের হাত দেখেই...


মীনের শুভ যোগ:- 
১. যদিও মীনের সময় খুব খারাপ তবুও অর্থের ঘরে শুভ গ্রহ থাকায়,আর্থিক দিক গুলোর সমস্যার সমাধান হতে পারে।
২. পারিবারিক সমস্যা গুলোর সমাধান করতে পারবেন।
৩. টাকা পয়সা ইনকামের সুযোগ আসবে কিন্তু রাহুর গ্রহন যোগ থাকায় সতর্ক না থাকলে তা হাত ফসকে যাবে।
৪. চাকরি, ব্যবসা-বানিজ্যে স্থবির দশা থাকলে নিজ প্রচেষ্টায় তার গতি করতে পারবেন যদি সাহস করে সামনে এগিয়ে যান।


আরও পড়ুন: Health Tips: কফিতে ঘি! অবাক করা এই রেসিপির গুণ জানেন?


মীনের অশুভ যোগ:-
১. শারীরিক অসুখ বিসুখের প্রকোপের সম্ভবনা। সতর্ক না হলে সমস্যায় পড়বেন।
২. ভুল সিদ্বান্তে ভুক্ত ভোগী হতে পারেন। তাই সিদ্বান্ত ভেবে চিনতে নিন।
৩. একটা ঘোরের মধ্যে সময় অতিবাহিত করার সম্ভবনা। যা পজেটিভ ভাববেন তাই নেগেটিভ হবে আর যা নেগেটিভ তাই পজেটিভ।
৪. সন্তান সম্পর্কিত নানা চিন্তায় থাকবেন।
৫. প্রেমের সম্পর্ক ভালো যাবে না।
এক কথায় মীনের ২০২৪ ধৈর্য আর পরীক্ষার বছর। এ বছর শুভ ফলের চেয়ে অশুভ ফলের পাল্লা ভারী থাকবে।তবে ভয়ের কিছু নেই সাবধান আর সতর্ক হলে সব বাধা উতরে যেতে পারবেন।


আগামীকাল আসবে, কুম্ভ রাশির বছর কেমন যাবে...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)