ওয়েব ডেস্ক: এমন অনেক সময় হয়তো আপনার সঙ্গে হয়েছে যে, আপনি এটিএমে টাকা তুলতে গিয়েছেন, টাকা বেরোয়নি। কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়েছে! এরকম পরিস্থিতিতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। এক্ষেত্রে আপনি আপনার টাকা তো ফেরত পাবেনই। পাশাপাশি, আপনি এই কারণে প্রতিদিন ১০০ টাকা করে জরিমানা বাবাদ টাকাও পাবেন!


ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২০০৭ সালের নির্দেশিকা অনুযায়ী যদি আপনার 'ফেল ট্রনজাকশনের' টাকা সাতটি কাজের দিনের মধ্যে ফেরত না দেওয়া হয় তাহলে, প্রতিদিন ১০০ টাকা করে গ্রাহককে জরিমানা বাবদ টাকা দেবে ব্যাঙ্ক। কিন্তু সেক্ষেত্রে গ্রাহককেও ৩০ দিনের মধ্যে ব্যাঙ্কের কাছে আবেদন করতে হবে। তবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ব্যাঙ্কে টাকা ফেরতের আবেদন করুন।