নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনার ধ্বংসাত্মক প্রভাব বেড়েই চলেছে। কোভিড বিধি মানা হচ্ছে না এমন অনেক বেনিয়মের ছবি উঠে আসছে। ব্যাঙ্কগুলিতে যাতে ভিড় এড়ানো যায় এবার সেই কারণে ব্যাঙ্কের কাজের সময় কমনোর পরামর্শ দিয়ে রাজ্যস্তরীয় ব্যাঙ্ক কমিটিকে চিঠি লিখল ভারতীয় ব্যাঙ্ক সংগঠন বা IBA।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  গাছ তো নয় Oxygen-ভাণ্ডার, ঘরে রাখলে সুস্থ থাকবেন


ব্যাঙ্কগুলি সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে শুধুমাত্র বুনিয়াদী পরিষেবাগুলিই মিলবে বলে জানানো হয়েছে। আমানত গ্রহণ, টাকা তোলা, টাকা ট্রান্সফার ও সরকারি ব্যবসার মতো এই চারটি বাধ্যতামূলক পরিষেবা অব্যাহত রাখা হবে।  এছাড়াও ব্যাঙ্ক কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা বা ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।


আরও পড়ুন:  কেন রোজ আখের রস খাবেন? রইল ৫টি কারণ


প্রতিদিন বহু ব্যাঙ্ককর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই পয়লা মে থেকে ব্যাঙ্ক কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। আপাতত করোনা পরিস্থিতির উন্নতি হওয়া পর্যন্ত ব্যাঙ্কগুলি এইভাবেই পরিষেবা জারি রাখবে বলে সূত্রের খবর।