নিজস্ব প্রতিবেদন: নভেম্বর মাসেই শুরুতেই দীপাবলি উৎসব। ফলে বেশিরভাগ সরকারি বিভাগ বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে। নভেম্বর মাসে ধনতেরাস, দীপাবলী, ভাইফোঁটা, ছটপুজো, এবং গুরু নানক জয়ন্তীর মতো বড় উৎসব সহ মোট ১৭ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোটা দেশের অন্যত্র তো বটেই, এ রাজ্যেও বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ইতিমধ্যেই নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ব্য়াঙ্কের কাজ মেটানোর আগে অন্তত একবার সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া দরকার।


নভেম্বর মাসে ব্যাঙ্কের মোট ১৭ দিনের ছুটির মধ্যে ১১ দিন ব্যাঙ্ক হলিডে। বাকি দিনগুলি সাপ্তাহিক ছুটি। দেখে নেওয়া যাক ছুটির তালিকা। 


কন্নড় রাজ্যৎসব /কুট : ১ নভেম্বর


ভূত/ নরক চতুর্দশী : ৩ নভেম্বর


কালীপুজো / দীপাবলি : ৪ নভেম্বর


দিওয়ালি: ৫ নভেম্বর


ভাইফোঁটা : ৬ নভেম্বর


রবিবার: ৭ নভেম্বর


আরও পড়ুন, World Vegan Day: প্রাণিজ প্রোটিন ছাড়াই দিব্যি তরতাজা থাকেন ভেগানরা


ছটপুজো : ১০ ও ১১ নভেম্বর


ওয়ানগালা উৎসব: ১২ নভেম্বর


১৩ই নভেম্বর: মাসের দ্বিতীয় শনিবার


১৪ই নভেম্বর: রবিবার


গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা: ১৯শে নভেম্বর


২১শে নভেম্বর: রবিবার


কনকদাস জয়ন্তী: ২২শে নভেম্বর 


সেং কুটস্নেম: ২৩শে নভেম্বর


২৭শে নভেম্বর :মাসের চতুর্থ শনিবার


২৮শে নভেম্বর : রবিবার  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)