ওয়েব ডেস্ক: গোঁফের আমি গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা। সুকুমার রায়ের এই লাইন পড়েই তো বড় হয়েছেন।কিন্তু এ গোঁফ চুরি হওয়ার নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর আবোল তাবোল পড়ার সময় নিজের মতো করে গোঁফ ধারণাও করে নিয়েছেন। চলতি সপ্তাহে এই দাড়ি-গোঁফ নিয়েই বিরাট বড় প্রতিযোগিতা বসবে আমেরিকার ব্রুকলিনে। ৩৬ টি রাজ্য এবং ৭ টি আলাদা-আলাদা দেশ থেকে আসছেন সব প্রতিযোগীরা। সঙ্গে তাঁদের ঢাউস দাড়ি-গোঁফ।


গত ছ বছর ধরেই শুরু হয়েছে এই প্রতিযোগিতা। কিন্তু ব্রুকলিন শহরে এই প্রতিযোগিতার আয়োজন হচ্ছে এই প্রথমবার। তাই ছোট্ট শহরটায় টানটান উত্তেজনা।


আমেরিকার ‘বেয়ার্ড টিম’ এই প্রতিযোগিতার আয়োজন করে। মার্ক ম্যাকসেন বিভিন্ন জায়গায় তাঁর গোঁফ দিয়েই বাজিমাত করে এসেছেন। এবার জয় করতে চান ব্রুকলিনও। বলেছেন, ‘গোঁফ থাকতে হারব না।‘