ওয়েব ডেস্ক: চড়া রোদ, লু কিম্বা  আসন্ন ভোটের উত্তাপ সবকিছুকে টেক্কা দিয়ে নতুন বছরকে স্বাগত জানাল বাঙালি। এপার বাংলার পাশাপাশি উত্‍সবে মাতলো ওপার বাংলাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন বছরে পা। পুরনোকে পিছনে ফেলে ১৪২৩-কে স্বাগত জানাতে সকাল থেকেই তৈরি ছিল বাঙালি। হাল খাতা আর গণেশ-লক্ষ্মীর পুজোর জন্য সকাল সকালই মন্দিরে মন্দিরে লম্বা লাইন।


হালখাতা, নতুন পোশাক, কবজি ডুবিয়ে সাধ মিটিয়ে খাওয়া আর নতুন নতুন  মিষ্টির সম্ভার। এসবের মধ্যে দিয়েই  আরও একটি বছরকে স্বাগত জানাল  বাঙালি। দিনভর হোটেল রেস্টুরেন্ট কিংবা মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়।  


সারা বছরের কঠোর অনুশাসনকে একটু তফাতে রেখে উত্‍সবে মাতলেন জওয়ানরাও। রোজকার রায়তার পরিবর্তে নববর্ষে রসনাতৃপ্তির জন্য ছিল দই আর রসগোল্লার আয়োজন।


বাঙালি বর্ষবরণেই আঁচে তপ্ত  ওপার বাংলাও। এদিন রঙে রঙে রঙীন হয়ে ওঠে রাজধানী ঢাকার জনপথ। রঙ বেরঙের পোষাকে সেজে বড়দের সঙ্গে উত্‍সবে সামিল খুদেরাও।