ওয়েব ডেস্ক: যারা ইচ্ছাকৃতভাবে আয়কর ফাঁকি দেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে আয়কর দফতর। চলতি আর্থিক বছরেই এই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আয়কর দফতর। বিপুল পরিমাণ কর ফাঁকি ঠেকাতেই চালু হচ্ছে এই ভাবনা। যাঁদের বিরুদ্ধে এধরনের ব্যবস্থা নেওয়া হবে তাঁদের নাম দেশের সব কটি আয়কর অফিসে পাঠিয়ে দেওয়া হবে। ক্রেডিট ইনপরমেশন ব্যুরোকে সতর্ক করে করফাঁকি দেওয়া ব্যক্তিদের আর্থিক কাজকর্মের ওপর নজরদারিও চালাবে আয়কর দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নেওয়া যাক আয়কর ফাঁকি দিলে কী কী ব্যবস্থা নেওয়া হবে--


এ ধরনের ব্যক্তিদের প্যান কার্ড ব্লক করা হবে।


এলপিজি খাতে ভর্তুকি বাতিল করা হবে।


এক কোটি টাকার ওপর কর বকেয়া এমন ব্যক্তিদের নাম প্রকাশ্যে জানিয়ে দেবে আয়কর দফতর।


কর-ফাঁকি দেওয়া ব্যক্তিরা যাতে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ বা ওভারড্রাফট না পান তারও ব্যবস্থা করা হবে।