নিজস্ব প্রতিবেদন: ডোনাল্ড ট্রাম্পের উকিল রুডি গিউলিয়ানীরের গাল বেয়ে চুঁইয়ে পড়ল মাথার চুলের রঙ! যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ৯০ মিনিটের সাংবদিক বৈঠকে প্রশ্ন উত্তরের জাঁতাকলে গলদঘর্ম অবস্থা উকিলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক অসাধারণ ৯০ মিনিটের সংবাদ সম্মেলনে রুডি গিউলিয়ানী এবং ট্রাম্পের আইনী দলের অন্যান্য সদস্যরা বাইডেনের জয় মানতে নারাজ ছিলেন। তাই নিয়েই যুক্তি-তক্ক বেধে যায়। সাংবাদিক সম্মেলনের মধ্যগগনেই চুল থেকে রঙ গলে পরে রুডির। 


 






দুর্নীতিগ্রস্ত ভাবে বাইডেন চুরি করেছে কয়েক হাজার ভোট এমন অভিযোগও তুলেছেন সাংবাদিক সম্মেলনে। উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। তবে কালো রঙ গড়িয়ে পড়তে দেখে সোশাল মিডিয়ায় মশকরার শিকার হয়েছেন  রুডি গিউলিয়ানী।