ওয়েব ডেস্ক: আজ ৫ জুন। প্রতিবছর আজকের দিনেই ওয়ার্ল্ড এনভায়র্নমেন্ট ডে পালন করা হয়। এবছর এই বিশেষ দিনে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করল বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে। এমন সম্মাণজনক পদ পেয়ে খুব খুশি এই বলিউড সুন্দরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাঁচ লক্ষ লোক দেখে ফেলেছে, বলুন তো ছবিটায় ভুল কোথায়?


ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর দিয়া মির্জা বলেছেন, 'এরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করছি। আমি অবশ্যই অনেক কাজ করতে চাই বন্যপ্রাণীদের জন্য। সরকার যে পথে এগোতে চাইছে এই বিষয়ে, তার পুরোপুরি রূপায়ণে নিজের সেরাটাই দেব।' ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর তথা সিইও বিবেক মেনন বলেছেন, 'আমরা কয়েকমাসের মধ্যেই দেশের হাতিদের নিয়ে প্রচার শুরু করব। দিয়া মির্জা ওই প্রকল্পে অনেকটাই সাহায্য করবেন।'


আরও পড়ুন  শিখে নিন কীভাবে সহজেই বানাবেন ‘রোস্ট চিকেন’