নিজস্ব প্রতিবেদন: আগামি কাল বুদ্ধপূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত শ্রীলঙ্কা মায়ানমার তিব্বতে দিনটি বিশেষ ভাবে পালিত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিনটি শুধু বৌদ্ধদের নয়, হিন্দুরাও দিনটি স্মরণ করেন, স্মরণ করেন অ-হিন্দু কিন্তু ধার্মিক বা অধ্যাত্মিক মানুষজন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ দিন এই বুদ্ধপূর্ণিমা। 


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, পূর্ণিমা তিথি শুরু আজ  ১৫ মে, রবিবার ( বাংলা ক্যালেন্ডারে ৩১ বৈশাখ)  দুপুর ১২টা  ৪৭ মিনিট থেকেই; পূর্ণিমা শেষ ১৬ মে, সোমবার (১ জ্যৈষ্ঠ) সকাল ৯টা ৪৪ মিনিটে।


গুপ্তপ্রেস পঞ্জিকামতে, পূর্ণিমা শুরু ১৫ মে, রবিবার (৩১ বৈশাখ) বেলা ১১টা ৫১ মিনিট ৩১ সেকেন্ডে। পূর্ণিমা শেষ ১৬ মে, সোমবার (১ জ্যৈষ্ঠ) ৯টা ৫৮ মিনিট ৩৫ সেকেন্ডে।


আরও পড়ুন: International Day of Families: পরিবারের সমষ্টির মধ্যেই ব্যক্তির একক আনন্দের উদযাপন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)