ওয়েব ডেস্ক : ভ্যালেন্টাইন ডে-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডদের সঙ্গে বন্ধুদের হাজারো একটা প্ল্যান। আপনি সিঙ্গল বলে আপনার কি কোনও প্ল্যান থাকবে না! তাও আবার হয় নাকি?  আলবাত থাকবে। সেই প্ল্যানিংয়েই খানিকটা সাহায্য করার চেষ্টা করলাম আমরা। রইল ছোট্ট কিছু টিপস্-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) এখনও পর্যন্ত কেউ আপনাকে প্রেম নিবেদন করল না বলে মুখ গোমড়া নয়। নিজেই নিজেকে ভালোবাসুন।


২) নিজেকে নিজে গিফ্ট দিন। কেনকাটা করুন। নতুনভাবে নিজেকে উপলব্ধি করুন।


৩) নিজের শরীরের যত্ন নিন। পার্লার বা জিমে না হয় একটু বেশি সময়ই থাকলেন!


৪) প্রিয় নায়ক বা নায়িকার সিনেমা দেখুন যত ইচ্ছা। আফটার অল তিনিই তো আপনার ‘স্বপ্নপুরুষ-স্বপ্নমানবী’।


৫) আগে কখনও করেননি, এরকম কিছু চ্যালেঞ্জ নিন।


৬) রোজকার ব্যস্ত রুটিনে যে যে শখগুলো অতৃপ্ত থেকে যায়, সেই শখগুলোকে সময় দিন


৭) কাছের মানুষদের উপহার দিন। সে হতে পারে আপনার বাড়ির কেউ, আপনার বন্ধু বা বান্ধবী। হতে পারে আপনার সহকর্মীও।


৮) বন্ধুরা মিলে পার্টি প্ল্যান করুন। লং ড্রাইভে যান। রেস্তরাঁয় গিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করুন।


৯) হাল্কা ফ্লার্টিং চলতেই পারে!


১০) অপরিচিত কারোর সঙ্গে আরেকটু যদি সাহসী হতে চান, হতে পারেন। তবে বুঝে শুনে। মনে রাখবেন, আপনার দায়িত্ব কিন্তু আপনারই।