সোশ্যালে ‘জন্মের আগেই জন্ম’ রবি ঠাকুরের
প্রাণভরে ঠাট্টা করছে রবীন্দ্রপ্রেমী বাঙালি।
নিজস্ব প্রতিবেদন: টুইটারের ধাক্কায় স্বয়ং গুরুদেবই এখন ‘প্রি ম্যাচিওর বেবি’! বৈশাখের ২৫ হতে এখনও ২ দিন বাকি, অথচ এরই মধ্যে সোশ্যাল বিশ্বে জন্মদিন পালন হল বিশ্বকবির। রবীন্দ্রনাথের ১৫৭ তম জন্মদিনের ৪৮ ঘণ্টা আগে থেকেই শুরু হয়ে গেল ২৫-এর উত্সব। যা দেখে অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘জন্মের আগেই জন্ম’ হল কবিগুরুর।
আরও পড়ুন- আপনি কি প্রায়ই বৃষ্টিতে ভেজার স্বপ্ন দেখছেন? এর মানে জানেন?
এতদিন দুনিয়া জানতো ২৫-শে বৈশাখ অর্থাত্ ইংরাজি মে মাসের ৯ তারিখ (১৮৬১) জন্মেছিলেন ভারতের প্রথম নোবেল জয়ী। (লিপিয়ারে তা একদিন এগিয়ে আসে) কিন্তু আজ সোশ্যাল বিশ্বে চোখ রেখে জানা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ‘আসলে ৭ মে’। স্মার্টফোনের ততোধিক ক্যালেন্ডারও নোটিফিকেশন দিয়ে জানিয়েছে ‘আজই বিশ্ব কবির জন্মজয়ন্তী’। অগত্যা বৈশাখের ২৩-এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করলেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত থেকে আয়ুষ্মান খুরানার মতো বলি তারকারা। বাদ গেলেন না অরুণ জেটলি, রবিশঙ্করের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও। এমনকী ৭-ই মে (২৩-এ বৈশাখ) বিশ্বকবির জন্মদিন পালন করেছে নোবেল কমিটিও।
আর এসব দেখে প্রাণভরে ঠাট্টা করছেন রবীন্দ্রপ্রেমী বাঙালি।