জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির উৎসব শেষ হতে না হতেই জোরকদমে শুরু ছট পুজোর আয়োজন (Chhath Puja 2024)। এবারেও যথারীতি সেই প্রস্তুতি শুরু হয়েছে। এই উৎসব মূলত উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের। পশ্চিমবঙ্গেও প্রচুর বিহারী ভাই থাকায় এ রাজ্যেও ছট পালিত হয়। বিদেশের মাটিতেও উদযাপিত হয় ছট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: US President Election 2024: আমেরিকার ভোটে কেন বাংলায় ছাপা হচ্ছে ব্যালট? জানুন আসল রহস্য...


ছট কীসের উৎসব? 


ছট উৎসবটি সূর্য দেবতা এবং ছঠি মাইয়া বা মা ষষ্ঠীর (যাঁকে সূর্যের বোন মনে করা হয়) পুজো। অতি পবিত্র এই উৎসব। এটি চার দিন ধরে উদযাপিত হয়। পৃথিবীতে টিকে থাকার জন্য সূর্যালোক জরুরি। সূর্য ছাড়া বেঁচে থাকা কঠিন। সূর্য দেবতার প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে পুজো , সেটাই ছট। অতি কঠোর আচার, সঙ্গে উপবাস পালন করা হয় এতে।


কীভাবে ছট পালিত হয়? 


ছট পুজো (Chhath Puja 2024) বা ছট উৎসবটি শুরু হয় ধর্মীয় স্নান দিয়ে, পরে থাকে খুব সাধারণ খাবার গ্রহণের পালা। পরের দিন ভক্তরা সারা দিন উপবাস করে থাকেন। সূর্যাস্তের পর দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়। তৃতীয় দিনে সাধারণত মহিলারা জলাশয়ে নদীতে বা পুকুরে সূর্যোদয়ের আগে জড়ো হন। জলে দাঁড়িয়ে তাঁরা উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেন। সঙ্গে থাকে প্রার্থনা।


তবে প্রতিবারই এই চারদিনের উৎসব যতই ঘনিয়ে আসে, ছট পূজার তারিখ নিয়ে ততই কৌতূহলী হয়ে পড়েন মানুষজন। এবারেও তাই ঘটেছে। সাধারণত, কার্তিক মাসে শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী তিথি পর্যন্ত ছট উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হয়। সপ্তমী তিথিতে সকালে অর্ঘ্য দেওয়া হয়, উৎসবের সমাপ্তি উপলক্ষে। ভক্তদর মধ্যে কেউ কেউ ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস করেন। লোকবিশ্বাস, ছঠি মাইয়ার পুজো করলে ভক্তেরা স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি লাভ করেন।


ছট পূজার দিন-তিথি-মুহূর্ত


আরও পড়ুন: Puri Jagannath Temple: পুরীর মন্দিরের দেওয়ালে এ কী? তড়িঘড়ি ডাকা হল...


কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শুরু হবে ৭ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪১ মিনিটে। এই তিথি পরদিন, ৮ নভেম্বর দুপুর ১২টা ৩৪ মিনিটে শেষ হবে। ৭ নভেম্বর সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হবে, সকালের অর্ঘ্য দেওয়া হবে ৮ নভেম্বর।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)