নিজস্ব প্রতিবেদন: বাংলা, হিন্দির মতো একাধিক দেশীয় ভাষায় যেমন অসংখ্য বিদেশি ভাষা জায়গা করে নিয়েছে, তেমনই ঘেরাও, বারান্দা-র মতো একাধিক দেশীয় শব্দও স্থান পেয়েছে ইংরেজি অভিধানে। এই সেই তালিকায় ঢুকে পড়ল হিন্দি শব্দ ‘চাড্ডি’ও! এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, হিন্দি ভাষায় ব্যবহৃত ‘চাড্ডি’ শব্দের অর্থ হল অন্তর্বাস। অক্সফোর্ড ইংরেজি অভিধানের সাম্প্রতিকতম সংস্করণে নতুন ভারতীয় শব্দ হিসাবে যুক্ত হয়েছে ‘চাড্ডি’। এ কথা অক্সফোর্ড প্রকাশনা সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এখানে মেট্রো রেলে প্যান্ট না পরে সফর করাটাই নিয়ম!


অক্সফোর্ড অভিধানে ‘চাড্ডি’ শব্দের অর্থ ‘ছোট পাজামা বা শর্টস’ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। বর্তমানে যে এই শব্দটির অর্থ ‘অন্তর্বাস’, তা-ও এখানে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, সাম্প্রতিক কালে ব্রিটেনে এই ‘চাড্ডি’ শব্দটি ব্যাপক জনপ্রিয় হয়েছে একটি হাস্যরসাত্মক টিভি শো ‘গুডনেস গ্রেশিয়স মি’-এর দৌলতে। এই টিভি শো-এর দুই ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা সঞ্জীব ভাস্কর এবং মীরা সায়াল এই ‘চাড্ডি’ শব্দটি প্রায়ই ব্যবহার করেন। ভারতীয় রাজনীতির ময়দানেও গেরুয়া শিবিরকে বিরোধীরা ‘চাড্ডি’ বলে অনেক সময় কটাক্ষ করে থাকেন। তাই সম্প্রতি অক্সফোর্ড ইংরেজি অভিধানে এই ‘চাড্ডি’ শব্দটি ঢুকে পড়ায় দেশের বিভিন্ন মহলেই ঠাট্টা-তামাশা শুরু হয়েছে।