নিজস্ব প্রতিবেদন:  পুজোর আর বাকি মাত্র দশ দিন। কিন্তু অক্টোবরের শুরুতেই জ্বালানির ছ্যাঁকা। পুজোর আগেই এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial Gas Price Hike)। যার জেরে কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price) ১৭৭০.৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৮০৫.৫০ টাকা। পয়লা অক্টোবর থেকেই কার্যকর হবে দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াতেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি বলে দাবি এলপিজি গ্যাস উৎপাদনকারী সংগঠনগুলির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 'পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম ৪৩ টাকা বৃদ্ধি করেছে। রাজধানীতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৩৬.৫০ টাকা। পয়লা সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৭৫ টাকা। যদিও এলপিজি রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।'



আরও পড়ুন: Fuel Price: পুজোর মুখে রেকর্ড বৃদ্ধি Petrol-Diesel-এর দামে, জানুন বিভিন্ন শহরে দাম


উৎসবের মরসুমে এমনিতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যাপক চাহিদা থাকে। পুজোর সময় এমনিতেই বাইরে খাওয়াদাওয়া বেশি করেন আমজনতা। এই অবস্থায় বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের। পাশাপাশি এর ফলে বাড়তে পারে রেস্তোরাঁর খরচ। 


আরও পড়ুন: Gold Price Today: বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার, সস্তা রুপো, জেনে নিন দাম


এদিকে, শুক্রবার  রেকর্ড বৃদ্ধি হল পেট্রল-ডিজেলের দামে। বৃহস্পতিবার কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ১০২ টাকা ৪৭ পয়সা। শুক্রবার শহরে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২৭ টাকা। পুজোর মুখে দাম বাড়ায় প্রভাব পড়ছে পরিবহন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উপরেও। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)