নিজস্ব প্রতিবেদন: বেশির ভাগ মহিলার ক্ষেত্রেই মেকআপ হল একটি দৈনন্দিন অত্যাবশ্যকীয় বিষয়। মেকআপ ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েন, এমন মহিলার সংখ্যা একেবারেই হাতেগোনা। তবে করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষই এখন ঘর বন্দি হয়েছেন। তবে যাঁদের একেবারেই উপায় নেই বা রোজ বাড়ি থেকে বেরোতেই হচ্ছে, তাঁদের কিছুদিন মেক-আপ করার আগে কতগুলি বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নিন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভাল করে সাবান, ফেস-ওয়াস দিয়ে ধুয়ে নিন।


২) যাদের সর্দি বা জ্বর হয়েছে, তাঁরা কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।


৩) মেকআপের সরঞ্জাম বেশিরভাগই বাইরের, তাই সংক্রমিত দেশগুলির প্রডাক্ট এড়িয়ে চলুন। ডেট দেখে ব্যবহার করুন।


৪) এমনিতেও এক প্রডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়। তাই এইদিকে ব্যবহারের সময় নজর দিন।


আরও পড়ুন: করোনা আতঙ্কে মাছেই ভরসা বাঙালির! এই বিষয়গুলি দেখে না কিনলেই বাড়বে এই মারণ রোগের


৫) মেকআপ প্রডাক্ট শেয়ার করবেন না।


৬) মেকআপ তোলার সময় বাড়তি নজর দিন, যতই ক্লান্ত থাকুন মেকআপ ভাল করে তুলে তবেই ঘুমান।


৭) ধুলো পড়া মেকআপ প্রডাক্ট কখনওই ব্যবহার করবেন না।