মাঝনদীতে প্রি-ওয়েডিং ফটোশুট, নৌকা উল্টে হাবুডুবু খেল হবু বর-বউ
রোম্যান্স যখন সপ্তম সুরে তখনই কাত হতে শুরু করে নৌকা।
নিজস্ব প্রতিবেদন : বিয়ের শুরুতেই ডুবল পানসি। হাবুডুবু যুগলের।
একটু আলাদা কিছু করবেন বলে ঠিক করেছিলেন দুজনে। এমন কিছু যা কি না লোক-জনের মনে থেকে যাবে। মনে থাকার মতোই কাণ্ড হল বটে! হাসির খোরাক হয়ে গেলেন দুজনে। পুরো প্লট তৈরি ছিল। মাঝনদীতে রাখা থাকবে নৌকা। তাতে বসবেন দুজনে। মাথার উপর কলা পাতা উঁচিয়ে ধরবেন একসঙ্গে। ভাবটা এমন থাকবে, যেন তা দিয়ে বৃষ্টির ছাঁট আড়াল করার চেষ্টা করছেন দুজনে। আর সেই কলা পাতার ছাউনির আবহে চলবে রোম্যান্স। চার পাশ থেকে গায়ে জল ছিটিয়ে দেবে লোকজন। পুরো পরিস্থিতিটাই তৈরি ছিল। কিন্তু বাধ সাধল ওই পানসি। মোক্ষম সময় বেইমানি করে ফেলল।
আরও পড়ুন- এই ৫ অভ্যাস অজান্তেই কমিয়ে দিচ্ছে আমাদের আইকিউ!
যদিও তিজিন-শিল্পার প্রি-ওয়েডিং ফটোশুট প্ল্যান করা সংস্থাটি জানিয়েছে, তারা ইচ্ছে করেই যুগলকে নদীতে ফেলেছিল। আর সেটা আগে থেকে জানানো হয়নি তাঁদের। কারণ, তারা দেখাতে চেয়েছিল যে একে অন্যের প্রেমে ভারসাম্য হারিয়েছেন যুগল। তিজিন-শিল্পার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ইতিমধ্যে দু লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। অনেকেই ফটোশুট করা সংস্থাটির এই প্ল্যানটির প্রশংসা করেছেন।