সুপারহিরো মানেই যে তাঁকে হিরোর সাজেই সজ্জিত হতে হবে, তেমনটা কখনই নয়। সেই সকল হিরোদের সম্মান জানাতেই ফিরে এসেছে Dare to Dream। এবার স্যাপ ইন্ডিয়া এবং জি বিজনেস এর তরফে Dare To Dream Awards Season 4 আয়োজিত হচ্ছে। এসএমই ইকোসিস্টেমের যারা সুপারহিরো তাঁদের সম্মানজ্ঞাপন করতেই আয়োজন করা হচ্ছে এই পুরস্কার অনুষ্ঠানের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা অতিমারীতে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। লকডাউনে আর্থিক বিধিনেষধ থাকায় ব্যবসায় লাভের জায়গাটি একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল। যদিও এমন কিছু মানুষ ছিলেন যারা চ্যালেঞ্জ পেরিয়ে কাজ করে গিয়েছিলেন। শুধু তাই নয়, একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নিখুঁতভাবে লড়াই করেছিলেন তাঁরা। Dare to Dream Awards 2022  সেই সকলদের সম্মান জানায় যারা লড়াইয়ের ময়দানে সকলকে পথে দেখায়।  


যারা বাকি সকলের জন্য অনুপ্রেরণা। কিছুই অসম্ভব নয়, এই কথার অস্তিত্ব যাঁদের জীবনের অভিধানে নেই। Dare to Dream Awards এর মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই সকল বিজয়ীদেরই চূড়ান্ত করবে। ব্যবসায়িক ক্ষেত্রের সেই সকল ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হবে যাঁরা উদ্ভাবন, প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং গ্রাহক পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশিষ্ট জুরি সদস্যদের মধ্যে রয়েছেন BSE SME & Startups এর প্রধান অজয় ঠাকুর, অ্যাকুইটি রেটিং অ্যান্ড রিসার্চ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ অ্যানালিটিক্যাল অফিসার সুমন চৌধুরী, ZEE বিজনেস এর ম্যানেজিং এডিটর অনিল সিংভি।  


 SAP Dare to Dream Awards 2022-এর উদ্দেশ্য হল এই সমস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নায়কদের সম্মান জানানো, ইতিবাচক আর্থ-সামাজিক প্রভাব বৃদ্ধির জন্য 'ডিজিটাল মানসিকতা' ব্যবহার করা, বৃহত্তর সুযোগ খুঁজে পাওয়া এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ পরিচালনা করার দূরদর্শী উদ্যোগকে উদযাপন করা । Zee Business-এর সঙ্গে অংশীদারিত্বে এই পুরস্কার প্রদান করা হবে এবং আশা করা হচ্ছে যে এই পুরস্কার SME ইকোসিস্টেমের সঙ্গে সাহসিকতার পথ প্রশস্ত করবে। 


প্রসঙ্গত,১২টি বিভাগে ৫০টিরও বেশি পুরস্কার প্রদান করবে দেশেরবিশিষ্ট শিল্পপতিরা। জুরি প্যানেলে শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। উদ্ভাবন, প্রযুক্তি, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী শিল্পপতিদের তাঁরা স্বীকৃতি দেবেন।  


Dare to Dream Awards-এ অংশ নিতে ২৯ শে অক্টোবরের মধ্যে আপনার মনোনয়ন জমা দিতে হবে। এরজন্য ডেয়ার টু ড্রিম অ্যাওয়ার্ডস ওয়েবসাইটে যান এবং মনোনয়ন জমা দিন। সুযোগটি মিস করবেন না।  


মনোনয়ন জমা দিতে এখানে ক্লিক করুন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)