ওয়েব ডেস্ক : রোজ সকালে উঠে রাশিফলে চোখ বুলানো কি আপনার অভ্যাস? তাহলে আপনাকে এই লেখাটা পড়তেই হচ্ছে! জানতেই হচ্ছে, কোন রাশির কী বদগুণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরিস (২১ মার্চ থেকে ২০ এপ্রিল)- লোভী, তর্কবাগীশ, অশান্ত, বদমেজাজি, স্পষ্টবক্তা।


টরাস (২১ এপ্রিল থেকে ২১ মে)- গবেট, নির্বোধ, লোভী।


জেমিনি (২২ মে থেকে ২২ জুন)- মুখরা, গুজবপ্রিয়, কামুক, অহঙ্কারী।


ক্যানসার (২৩ জুন থেকে ২৩ জুলাই)- অসম্ভব মুডি, খিটখিটে, সন্দেহবাতিক, সুবিধাবাদী, আলসেও।


লিও (২৪ জুলাই থেকে ২৩ অগাস্ট)- উদ্ধত, স্বার্থপর, অসহিষ্ণু, অহঙ্কারী।


ভার্গো (২৪ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর)- নেতিবাচক, সমালোচক, নিজের ভুল স্বীকার করে না, অবসেসিভ।  সেক্স যেন গাড়ি সার্ভিস করার মতো!


লিব্রা (২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর )- অস্থিরমতি, অলস, সিদ্ধান্তহীনতা, ফ্লার্টিং।


স্কর্পিও (২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর)- লালসা, লালসা আর লালসা।  ক্ষমতালোভী, অর্থলোভী, প্রতিশোধপ্রিয়। যৌনতা আপনার কাছে ক্ষমতার আস্ফালন।


স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর)- লালসা, লোভ, ডোমিনেটিং, কেয়ারলেস।


ক্যাপ্রিকন (২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি)- নীচ মানসিকতা, অস্থিরমতি, বিকৃত যৌনতা প্রিয়।


অ্যাকোয়ারিস (২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি)- অহঙ্কারী, অন্যের কী করে ক্ষতি করা যায় সেই চিন্তায় মত্ত, কিছুটা ক্ষাপাটে।


পিসেস (২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)- হিংসুটে, আকর্ষণপ্রিয়।