জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিথি হিসেবে একাদশী সব সময়েই খুব গুরুত্বপূর্ণ। বিশিষ্ট। সমস্ত একাদশীই খুব ঐকান্তিকতার সঙ্গে পালিত হয়। সামনেই আসছে দেবসায়নী একাদশী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আষাঢ় শুক্ল পক্ষ একাদশীকে সাধারণত 'দেবসায়নী একাদশী' বা 'সায়নী একাদশী' বলে। ভগবান বিষ্ণু এদিন ঘুমোতে যান, এবং চারমাস পরে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। জেগে ওঠার দিনটিকে 'প্রবোধিনী একাদশী' বলে।


দেবসায়নী একাদশী জগন্নাথের রথযাত্রার ঠিক পরেই আসে। ফলে ইংরেজি মাসের হিসেবে জুন বা জুলাইতে সাধারণত এই তিথি পড়ে। হিন্দি ক্যালেন্ডারে 'চতুর্মাস' বলে এক পর্ব থাকে, যেটির শুরু এই দেবসায়নী একাদশী থেকেই।


এই একাদশীকেই 'পদ্ম একাদশী', 'আষাঢ়ী একাদশী', 'হরিসায়নী একাদশী' বলে।


সাধারণভাবে যে কোনও ব্রতের পরের দিনই সেই ব্রতের পারণ হয়। ব্রতের পরের সকালে উপবাসভঙ্গ হয়। সকালের পরিবর্তে অধিকাংশ সময়ে দুপুরেই উপবাসভঙ্গ হয়।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: World Biryani Day: বিরিয়ানি দিবসের দিব্বি! অল্পেতে স্বাদ মেটে না, এ আলুর ভাগ হবে না...