ওয়েব ডেস্ক: 'বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর', এমনটা তো কথিতই আছে। সারা বিশ্বে একই বিষয়ে এক একজনের বিশ্বাস এক এক ধরনের। কেউ মনে করেন লিপ ইয়ার চন্দ্রবর্ষ যা শুভ, আবার অনেকে মনে করেন কোনও অঘটন ঘটতে পারে লিপ ইয়ারেই। রাশিয়ায় এমনটাই বিশ্বাস যে, লিপ ইয়ারের দিন গোটা বিশ্বেই বিপর্যয়ের সম্ভাবনা থাকে। মানুষের মৃত্যুও বেশি হয় এই দিনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ার পুরাণ কিংবা মিথ যাই হোক, সবাই যে এমনটা বিশ্বাস করেন তেমনটা নয়। কোনও কুসংস্কার নয়, মানুষের বিশ্বাস। কেউ মানবেন, বা মানবেন না সেটা একান্তই ব্যক্তিগত।


একটা তথ্য, যা রাশিয়ার বিশ্বাসকে দৃঢ় করেছে- ১৯৬০, ফেব্রুয়ারি ২৯, মরক্কোতে এমন এক ভূমিকম্প দেখা দেয়, যেখানে মৃত্যু হয়েছিল এক হাজারেরও বেশি মানুষের। বিপর্যয় মানে রাশিয়ার মানুষের কাছে যেকোনও প্রাকৃতিক বিপর্যয়। লিপ ইয়ারে ভূমিকম্প, সুনামি, ঝড়, ধস-প্রাকৃতিক অসহিষ্ণুতার বলি হতে পারে সাধারণ মানুষ,মনে করে রাশিয়ায়র বেশিরভাগ মানুষ।