ওয়েব ডেস্ক: দীপাবলি আসা স্রেফ সময়ের অপেক্ষা। হাতে আর সময় নেই। চারদিনের উত্‍সব তো শেষ। এবার দীপাবলিও চলে গেলে, অপেক্ষায় থাকতে হবে আরও একটা বছর। তাই এই দীপাবলিতে নিশ্চয়ই আপনার প্রেমিক বা প্রেমিকাকে কোনও উপহার দিতে চাইবেন। ভাবছেন, কী উপহার দিলে ভালো হয়? সেইজন্যই পাঁচটা উপহারের কথা বলা। যেগুলো দেওয়ার রেওয়াজ চলছে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে। জেনে নিন আপনিও। পছন্দ হলে, আপনিও এই দীপাবলিতে আপনার প্রিয়জনকে দিন এই উপহারগুলোর মধ্যে একটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ঘর সাজানোর জিনিস। দীপাবলি মানেই তো আলোর উত্‍সব। তাই এমন কিছু দিন, যা দিয়ে ঘর সাজানো যাবে খুব ভালো।


২) সুন্দর প্রদীপ। দিতেই পারেন। এখন কত সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যায় বাজারে। একটু দেখে নিয়ে কিনে ফেলুন।


৩) ভালো চা সেট দিতে পারেন। বাঙালি মানেই তো চায়ের অভ্যাস। দিলে কাজেও লাগবে। ভালোও লাগবে।


৪) চকোলেটের বাক্স দিতে পারেন। মেয়েরা একটু বেশি পছন্দ করে। কিন্তু ছেলেরাও চকোলেট পছন্দ করে না, কে বলল!


৫) ড্রাইফ্রুট এবং মিষ্টিও দিতে পারেন। এগুলোও খেতে ভালো লাগে। আবার উপহার হিসেবেও বেশ ভালো।


আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!