ওয়েব ডেস্ক: আপনি কি আত্মায় বিশ্বাসী? মানে, আপনি কি বিশ্বাস করেন যে, এই পৃথিবীতে মরে যাওয়ার পরও মানুষের আত্মা ঘুরে বেড়ায়? আপনি বিশ্বাস করতেও পারেন, আবার নাও বিশ্বাস করতে পারেন। কিন্তু একটা সত্যি ঘটনা আপনাকে বলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯০১ সালে ডানকন ম্যাকডোউগাল মানুষের আত্মা সত্যি আছে কিনা তা পরীক্ষা করার চেষ্টা করেন। এই চেষ্টা করতে গিয়ে বিজ্ঞানীদের সামনে ডানকন ঠিক মৃত্যুর আগের মুহূর্তে ও ঠিক পরের মুহূর্তে হাসপাতালের মোট ৬ জন রোগীর ওজন করেন। ৬ জন রোগীর ক্ষেত্রেই দেখা যায় মৃত্যুর পরে ২১ গ্রাম ওজন কমেছে। ডানকন বলেন, ওই ২১ গ্রাম আসলে মানুষের আত্মার ওজন। বিজ্ঞানীরা ডানকনের এই যুক্তি খারিজ করে দেন। কিন্তু ২১ গ্রাম ওজন কেন কমল তা বলতে পারেননি! এবার আপনি কী বলবেন?


(এই তথ্যটি 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে নেওয়া হয়েছে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।)