কুয়াশার ভদকা, সরীসৃপের ওয়াইন... খেয়ে দেখবেন নাকি?
কমবেশি নানা ধরনের মদ তো খান। কিন্তু এধরনের কোনও মদ কি কখনও খেয়েছেন? অনেকে হয়তো নামই শোনেননি। এরকম বেশকিছু `অদ্ভুত` মদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাব।
ওয়েব ডেস্ক : কমবেশি নানা ধরনের মদ তো খান। কিন্তু এধরনের কোনও মদ কি কখনও খেয়েছেন? অনেকে হয়তো নামই শোনেননি। এরকম বেশকিছু 'অদ্ভুত' মদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাব।
১) কুয়াশা থেকে ভদকা- সান ফ্রান্সিসকোর একটি কম্পানি, হ্যাঙ্গার ওয়ান তৈরি করেছে এই বিশেষ ধরনের ভদকা। নাম ফগ পয়েন্ট।
২) মাম্মা মিঞা পিত্জা বিয়ার- পিত্জা থেকে তৈরি বিয়ার। প্রথম তৈরি হয় ২০০৬ সালে।
৩) মমিফায়েড হিউম্যান টো ককটেল- নাম শুনেই গা বমি বমি করছে তো। এমনই অদ্ভুত এই পানীয়। পাওয়া যায় কানাডার ডসন শহরের একটি হোটেলে। ককটেলটির পোশাকি নাম 'সওরটো ককটেল'।
৪) স্নেক ওয়াইন- জাকার্তায় এই ওয়াইনের খুব চল। কোবরার বিষ বের করে সেটা মেশানো হয় ভাত থেকে তৈরি ওয়াইনে।
৫) স্করপিওন ভদকা- আট-পে সরীসৃপটিকে কেউ কেউ নাকি এমনি খেতে ভালোবাসেন। আর কেউ ভালোবাসেন ভদকায় মিশিয়ে, সেই কাঠ-কাঠ গন্ধযুক্ত পানীয় খেতে।
৬) পাখির লালার সোডা- চিনে খাওয়া হয় এই অদ্ভুতুড়ে পানীয়। পাখির লালা, বমি দিয়েই নাকি তৈরি হয় এই পানীয়।
৭) মাইস ওয়াইন- নাম শুনেই বুঝতে পারছেন! একটা বড় কাঁচের গ্লাসে ওয়াইন। আর সেই ওয়াইনে ভেজানো জ্যান্ত মাইস, মানে ইঁদুর বাচ্চা। চিনে এই পানীয় হেল্থ ড্রিংক বলে পরিচিত। যা কি না অ্যাসথ্মা ও লিভারের সমস্যা দূর করে।