ওয়েব ডেস্ক: তীব্র গরম। তার ওপর বাতাসে বাড়তি জলীয় বাষ্প। ঘেমে-নেয়ে হাঁসফাঁস গোটা রাজ্য। বিশেষজ্ঞরা বলছেন, এখনই রেহাই নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়ছে বহুগুণ। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লে যাচ্ছে। পুড়ে যাচ্ছে। টি-টোয়েন্টি খেলছেন সূর্যদেব। ক্রমেই বাড়ছে চওড়া ব্যাটের দাপট। নাভিশ্বাস দশা। প্রবল গরমের সঙ্গে গলগল করে বেরোচ্ছে ঘাম। গোদের ওপর বিষফোড়া বোধহয় একেই বলে! 


প্রতি কিলোমিটারে গাড়ির সংখ্যায় দুনম্বরে কলকাতা। আগে মুম্বই। পিছনে পুণে। কলকাতায় রাস্তার পরিমাণ কম হওয়ায় গাড়ির সংখ্যা বাড়াচ্ছে দূষণ। বিশেষজ্ঞরা বলছেন দূষণের ফলে বাতাসে ভাসমান কণা জলীয় বাষ্পের সঙ্গে মিশে যাচ্ছে। এই কণা তাপ শোষণ করে জলীয় বাষ্পকে গরম করে দিচ্ছে। বাধা দিচ্ছে মেঘ তৈরিতে। ব্যস। গনগনে তাপ উগরোচ্ছে কলকাতা। রান্নাঘরে ঢুকলেই ছ্যাঁকা লাগছে। শহরের সব ঘরে এই ছবি। উত্তাপ বাড়ছে। বাড়ছে অস্বস্তি। গরমে শরীরের ক্ষতি তো হচ্ছেই। উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা জুটি বেঁধে ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।