নিজস্ব প্রতিবেদন : জলের অপর নাম জীবন। তাই শরীর সুস্থ রাখতে সময়ে মতো জল খাওয়া শুধু দরকার-ই নয়, আবশ্যিক। অনেক সময়ে হয় যে ব্য়স্ততার কারণে আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খেয়ে উঠতে পারি না। কিন্তু এরফলে আমাদের শরীরেরই ক্ষতি হয়। চিকিত্সকরা জানাচ্ছেন, শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খেতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেমন হবে জল খাওয়ার রুটিন? দিনের কোন নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণে জল খাবেন? জেনে নিন-


* ঘুম থেকে ওঠার পর খালি পেটে ২-৩ গ্লাস জল খান। এতে শরীরের অঙ্গ-প্রতঙ্গগুলি সক্রিয় থাকে।


* দুপুরে বা রাতে খাওয়ার অন্তত আধঘন্টা আগে জল খেয়ে নেবেন। এতে হজমশক্তি বাড়ে।


* রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জল খেয়ে নিন। এর ফলে ঘুম ও হজম দুটোই ভাল হয়ে।


আরও পড়ুন, লেবুর খোসা খেয়েই হতে পারে বিভিন্ন রোগের উপশম


আরও পড়ুন, ব্ল্যাকহেডস নিয়ে চিন্তিত? ঘরে তৈরি স্ক্রাবারেই মুশকিল আসান!


* যদি আপনার হাই প্রেসারের সমস্য়া থাকে, তাহলে স্নান করতে যাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিন। এর ফলে প্রেসার স্বাভাবিক থাকে।


* এছাড়াও সারা দিন যখন যেমন জল পিপাসা পাবে, তখনই জল খেয়ে নেবেন।