Durga Puja 2022: আবেগ || কবিতা ||
আবেগ
আবেগ
তন্ময় কর
ভরা চৈত্রের বসন্ত শেষে হাঁটিতে হাঁটিতে বহুক্রোশ এসে
তোমার ললাটে রোদ্দুর ফোঁটা
আঁকিবে আমার প্রাণ ,
না চাই অমন শহুরে জীবন, মানুষ জানেনা মানুষের মন
জীবন তাদের পণ্য ভীষণ
আদতে তা অবসান ;
সহস্রাধিক পথিক চলে, নতুন ভোরের আকাশ তলে
হাসিবে আবার প্রাণ-মন-বায়ু
আশায় বাঁধিছে গান;
এই তো হঠাৎ ছন্দপতন, রক্তপিপাসু! শিয়রে শমন!
ভাঙিবে আবার স্বপ্নের স্রোত
ভাঙিবে না মন-প্রাণ ;
বজ্রকঠিন শপথ বলে শঙ্খনাদের শিখায় জ্বলে
রণহুংকারে কাঁপিবে ভূধর
পার্থসারথি নাম -
তোমার পরশে বিভোর কবি বিরূদ্ধতার জগৎ সবই
কাঁদাইবে তার জীবন আবেগ
তিস্তা যে বহমান।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা