Durga Puja 2022: অবিচল || কবিতা ||
অমিত লাল ঠাকুর
অবিচল
অমিত লাল ঠাকুর
যমকালো অন্ধকার।
জঙ্গলের এদিক থেকে ওদিক খুঁজে পাচ্ছি না...... আমি দিশেহারা।
“কে আছো, বাঁচাও!!!” - চিৎকার করলাম অসহায় হয়ে।
দূর থেকে একজন আলো নিয়ে এগিয়ে এলো।
বললো- "এসো, আমাকে দেখতে দেখতে এসো।
হারাবে না, ভয় পেয়ো না।
জিজ্ঞেস করলাম - "এতো রাতে, তুমি একা কেন!!!"
–"আমি তো একাই। অন্যকে দিশা দেখাতে গেলে
নিজেকে একা করে নিতে হয়, স্থির করে নিতে হয়, দীপ্ত করে নিতে হয়।
–"হুম্, ঠিকই। তা, তোমার নাম কি?"
উত্তর এলো - "আমি ধ্রুব।"
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা