Durga Puja 2022: ভাসান থেকে উঠে দাঁড়াও || কবিতা ||
অজন্তা রায় আচার্য
ভাসান থেকে উঠে দাঁড়াও
অজন্তা রায় আচার্য
ভাসান থেকে উঠে দাঁড়াও
জলের তোড়ে গলিত মূর্তি,
ধুয়ে গেছে চাপানো রঙ,মাটি উঠুক ফুটে,
আবরিত করবার কিছু নেই বরং মহাকাল ধরো শরীরে
ত্রিনয়ন জাগ্রত হোক,খাঁড়া উঠুক শানিয়ে
দশমমহাবিদ্যায় ছড়িয়ে যাও দিকে দিকে
মস্ত জিভ দিয়ে চেটে নাও রক্তবীজের রক্ত,
আলুলায়িত চুলে ঢেকে দাও অতিবেগুনী রশ্মি
মৃত্যু কে খুন করে জীবন হাঁটো ,
বৈরাগ্যের ছায়া পড়ুক আকাশ তলে
শুধু তোমার ডান হাতে বরাভয় মুদ্রা-
আশীর্বাদ মুদ্রাটি অবিচল রেখো ,
তোমাকে অবহেলা করবে এমন সাধ্যি কার ?