কাটাকুটি 

 

শুভ ভট্টাচার্য্য

 

মাটির ওপর ঘর কাটলাম , কাটাকুটি খেলব -

এক ঘর দুই করে নয় ঘর ,

এক দুই করে নয় বার ,

তবে মিলছে না ।।

 

আত্মস্থ পূর্ণিমায় অশরীরী কেমন বস্তু জানিনা তবে -

শিকড় উপড়ে যে পাথরকুচি মেরে ফেলা যায় 

সেখানে উহ্যতর আছে কিছু ,

এসব ভাবতে ভাবতে যেই শেষ ঘর মিলাতে যাব ,

তুমি বৃত্ত এঁকে বসলে ।।

 

হস্ত বিশারদ নামাবলি দেয় ,

" মেষে চড়িয়া তুলা রাশি বৃশ্চিককে মারতে চায় "

আমার কাটা ঘর তখন যেন অদৃশ্য হয়ে যায় ,

ওবেলার অবেলায় তোমার শরীরে কাটাকুটি খেলাতে ।

ওপাশে ফিরব বলে পরের ঘর তার পরের ঘর ,

তবে হিমঘরে কথা শোনা যায় না ।

 

কত কত জন কাটাকুটি খেলছে ,

হঠাৎ শব্দ এল, " সৎকার নাও "

দেখলাম তোমার শরীরের ওপর এবার ..

কোনাকুনি তিনটে কাটাকুটি মিলল ।